ব্যক্তিগত কারণে ইডি’‌র ডাক ফেরালেন অনুব্রত-কন্যা সুকন্যা, তলবে গেলেন না নয়াদিল্লি

কলকাতা: ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল। আজ বৃহস্পতিবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইডির ডাকে সাড়া দিয়ে আজ দিল্লি দফতরে যাননি তিনি।

গরু পাচার কাণ্ডে এই প্রথমবার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লি তলব করা হয়েছিল। ইডি সূত্রে খবর, সুকন্যা মণ্ডল পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তাঁর সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা টাকা ২০১৫ সালের পরে অনেকটা বেড়েছে। যা স্বাভাবিক নয়। বোলপুরের ‘ভোলেবোম’ চালকলের যৌথ মালিকানায় তাঁর নামে আছে।

গরু পাচার মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রতর গ্রেফতারির পরেই তদন্তকারী সংস্থার আতস কাঁচের নীচে আসে তাঁর কন্যার নাম। তদন্তে নেমে আধিকারিকরা দেখেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা হওয়ার পরেও সুকন্যার নামে সম্পত্তির পরিমাণ বিপুল।

এ ছাড়াও ইডি-র দাবি, দু’টি সংস্থার তিনি ডিরেক্টর। ব্যাঙ্কে কোটি টাকার বেশি ফিক্সড ডিপোজিট আছে। এই সম্পত্তির উৎস কী?‌ জানতে চেয়ে সুকন্যার সংস্থা এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডেকে নোটিশ দেওয়া হয়েছিল। সুকন্যাকে তলব করে তারা। তবে ভিন্ রাজ্যে আছেন জানিয়ে সেই হাজিরা সুকন্যা এড়িয়েছেন।

আরও পড়ুন: সকাল থেকে রোদ ঝলমলে আকাশ, ভাইফোঁটার সন্ধ্যেয় কেমন থাকবে আবহাওয়া

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক