প্রশিক্ষণের সময় এক সঙ্গে ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান! মৃত পাইলট

ভোপাল: শনিবার প্রশিক্ষণরত অবস্থায় ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান – সুখোই এবং মিরাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী, তিন জনের মধ্যে এক পাইলটের মৃত্যু হয়েছে, বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

মধ্যপ্রদেশের মোরেনাতে শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এই জোড়া দুর্ঘটনা ঘটে। গোয়ালিয়রে বায়ুসেনার ঘাঁটি থেকে আকাশে উড়েছিল বিমান দু’টি। সূত্রের খবর, সংঘর্ষের ফলে মাঝ আকাশে ভেঙে পড়ে সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ বিমান দু’টি। গুরুতর আহত দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তৃতীয় পাইলটের সন্ধানে চলে তল্লাশি। তবে বিমান দু’টি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে কি না, তা এখনও সরকারি ভাবে জানানো হয়নি।

ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারপাশে। একটি বিমান মধ্যপ্রদেশের মোরেনায় বিধ্বস্ত হলেও অন্যটি রাজস্থানের ভরতপুরে, ১০০ কিলোমিটার দূরে ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে বায়ুসেনা।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে