রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৩০ এপ্রিল থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে। রাজ্যের তীব্র তাপপ্রবাহের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ছুটির মেয়াদ কত দিন থাকবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট ঘোষণা করা হয়নি।
সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি শুরু হয়। এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১২ মে থেকে ১১ দিনের গরমের ছুটি নির্ধারিত ছিল। কিন্তু চলতি বছর চৈত্রের মাঝামাঝি থেকেই রাজ্যে তীব্র গরম শুরু হয়েছে। প্রচণ্ড গরমের কারণে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সমস্যার কথা বিবেচনা করেই এই ছুটি এগিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি হত। কিন্তু এখন গরম বেশি পড়ছে, তাই বাচ্চাদের কষ্ট হচ্ছে। সে কারণেই ৩০ এপ্রিল থেকে ছুটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ছুটি শুরুর আগে ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী, ১৪ ও ১৫ এপ্রিল পয়লা বৈশাখের ছুটি রয়েছে। এছাড়াও, ৩০ এপ্রিল পর্যন্ত বেশ কয়েকটি রবিবার রয়েছে, ফলে এই সময়ের মধ্যেই ছাত্রছাত্রীরা ১২-১৩ দিনের ছুটি পেয়ে যাবে। তবে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে একই নিয়ম কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি নির্ধারিত ছিল। তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই ছুটি ২১ এপ্রিল থেকেই শুরু হয় এবং শেষ হয় ২ জুন। ফলে প্রায় দু’মাস স্কুল বন্ধ ছিল, যা নিয়ে শিক্ষকদের একাংশ উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁদের মতে, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় বার্ষিক পাঠ্যক্রম সম্পূর্ণ করতে সমস্যা হয়। এ বছরও ছুটির সময়সীমা বৃদ্ধি পাবে কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে।