Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা - NewsOnly24

মরশুমের শুরুতেই আবারও বাঘের দেখা! পীরখালিতে একদিনে দুই রয়্যাল বেঙ্গল টাইগার দেখলেন পর্যটকরা

শীতের মরশুম শুরু হতেই সুন্দরবনে পর্যটকদের ভাগ্য চাকা যেন তুঙ্গে। চলতি সপ্তাহেই দু’বার বাঘের দেখা মিলেছিল। শনিবার আবারও সকালে একসঙ্গে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেলেন পর্যটকরা। ফলে আনন্দে আত্মহারা সুন্দরবন ভ্রমণকারীরা।

শনিবার সকালে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের পীরখালি ৬ নম্বর জঙ্গল থেকে একটি বাঘকে বেরিয়ে পঞ্চমুখানি ৩ নম্বর নদী সাঁতরে পার হতে দেখা যায়। কিছুক্ষণ পরেই আরও এক বাঘকে পীরখালি ৫ নম্বর জঙ্গল থেকে সরু খাঁড়ি টপকে অন্য জঙ্গলে চলে যেতে দেখেন পর্যটকরা। এই বিরল মুহূর্তের ছবি ও ভিডিও ধরা পড়ে পর্যটকদের ক্যামেরায়।

প্রতিবছরই শীতকালে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের ঝলক দেখতে ভিড় জমান হাজার হাজার পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন ম্যানগ্রোভের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। তবে দক্ষিণরায় সচরাচর খুব বেশি দর্শন দেন না। কিন্তু এ বছর মরশুমের শুরুতেই বারবার বাঘের দেখা মিলছে—এতে যে পর্যটকদের উচ্ছ্বাস তুঙ্গে, তা বলাই বাহুল্য।

নতুন মরশুমে এমন ধারাবাহিক বাঘের উপস্থিতি পর্যটন ও বন দপ্তরের কাছেও ইতিবাচক বার্তা দিচ্ছে। পরিকাঠামো উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে প্রশাসনের সদর্থক প্রচেষ্টা যে সফল হচ্ছে, তাও স্পষ্ট হয়ে উঠছে।

এত দ্রুত পরপর বাঘ দর্শন সুন্দরবন ভ্রমণের আকর্ষণ আরও কয়েকগুণ বাড়িয়ে দিল বলেই মনে করছেন পর্যটক ও স্থানীয় গাইডেরা।

Related posts

ডিসেম্বরে মোদির সম্ভাব্য বঙ্গ সফর, শেষ সপ্তাহে আসতে পারেন অমিত শাহ—বিধানসভা ভোটের আগে চূড়ান্ত তোড়জোড় বিজেপির

এসআইআর-এর চাপে উন্নয়নের কাজ ব্যাহত না হয়, জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যসচিবের

‘আর কত জীবন নষ্ট হবে!’ চাপড়ায় বিএলও-র মৃত্যুর পর নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতার