শেষ কয়েক বছরের মতোই বর্ষার মরশুমে সুন্দরবনে জারি হল নিষেধাজ্ঞা। বন দপ্তরের নির্দেশ অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন মাস পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি, এই সময়কালে বনজ সম্পদ আহরণ এবং নদী-খালে মাছ ধরাও বন্ধ থাকবে।
বন দপ্তর জানাচ্ছে, জুন থেকে অগাস্ট পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন বন্যপ্রাণী ও মাছের প্রজননের সময়। বিশেষ করে এই সময়ে বেশিরভাগ মাছ ডিম পাড়ে। পর্যটকদের আনাগোনা কিংবা ব্যবসায়িক কার্যকলাপ এই প্রাকৃতিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে। তাই এই সিদ্ধান্ত।
পরিবেশবিদদের মতে, এই নিষেধাজ্ঞা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্টিগ্রেটেড রিসোর্সেস ম্যানেজমেন্ট প্ল্যান (IRMP)-এর সুপারিশ মেনে ২০১৯ সাল থেকে এই নিয়ম চালু হয়েছে। উদ্দেশ্য—সুন্দরবনের পরিবেশকে প্রজননের সময় শান্ত ও নিরাপদ রাখা।