ন’মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস

ন’মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীর পথে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। নাসার তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ (ভারতীয় সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্সের ড্রাগন যান বিচ্ছিন্ন হয়ে তাদের যাত্রা শুরু করে। নাসা পুরো অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে।

নাসার বিবৃতি অনুসারে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লরিডার উপকূলে তাঁদের অবতরণের কথা রয়েছে। ভারতের সময় অনুযায়ী তখন বুধবার ভোর সাড়ে ৩টে বাজবে।

তাঁদের ফেরাতে রবিবার সকালে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্রাগন যান, যাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ সংস্থা জাক্সার টাকুয়া ওনিশি এবং রাশিয়ার সংস্থা রসকসমসের কিরিল পেসকভ। তাঁদের হাতে মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা ও বুচ।

প্রাথমিকভাবে সুনীতাদের এই মহাকাশ অভিযান ছিল মাত্র আট দিনের, যা শুরু হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। কিন্তু তাঁদের বহনকারী বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরার পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এরপর একাধিকবার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। অবশেষে স্পেসএক্সের ড্রাগন তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক