Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ন’মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস - NewsOnly24

ন’মাস পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরছেন সুনীতা উইলিয়ামস

ন’মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীর পথে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। নাসার তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ (ভারতীয় সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্সের ড্রাগন যান বিচ্ছিন্ন হয়ে তাদের যাত্রা শুরু করে। নাসা পুরো অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার করছে।

নাসার বিবৃতি অনুসারে, স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে আমেরিকার ফ্লরিডার উপকূলে তাঁদের অবতরণের কথা রয়েছে। ভারতের সময় অনুযায়ী তখন বুধবার ভোর সাড়ে ৩টে বাজবে।

তাঁদের ফেরাতে রবিবার সকালে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্রাগন যান, যাতে ছিলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ সংস্থা জাক্সার টাকুয়া ওনিশি এবং রাশিয়ার সংস্থা রসকসমসের কিরিল পেসকভ। তাঁদের হাতে মহাকাশ স্টেশনের দায়িত্ব বুঝিয়ে দিয়ে পৃথিবীতে ফিরছেন সুনীতা ও বুচ।

প্রাথমিকভাবে সুনীতাদের এই মহাকাশ অভিযান ছিল মাত্র আট দিনের, যা শুরু হয়েছিল ২০২৪ সালের জুন মাসে। কিন্তু তাঁদের বহনকারী বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ফেরার পরিকল্পনা স্থগিত হয়ে যায়। এরপর একাধিকবার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হলেও নিরাপত্তাজনিত কারণে তা সম্ভব হয়নি। অবশেষে স্পেসএক্সের ড্রাগন তাঁদের পৃথিবীতে ফিরিয়ে আনছে।

Related posts

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ

নবম–দশমের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ পিছোল, আগামী সপ্তাহে প্রকাশের সম্ভাবনা

বঙ্গ ভোটের প্রস্তুতি শুরু: এসআইআর পর্বেই ইভিএম চেকিং ও প্রশিক্ষণ, আজ বিশেষ বৈঠকে কমিশন