দিল্লিকে ঘরের মাঠে হারিয়ে শোধ তুলল হায়দরাবাদ

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৯ রানের জয়ে নিজেদের পর পর তিন ম্যাচে হারের ধারায় অবসান ঘটাল সানরাইজার্স হায়দরাবাদ। শনিবার আইপিএল-এর ৪০তম ম্যাচে প্রথমে ব্যাট করে হায়দরাবাদ তোলে ৬ উইকেটে ১৯৭ রান। জবাবে দিল্লি তোলে ৬ উইকেটে ১৮৮। এর আগে হায়দরাবাদে গিয়ে সানরাইজার্সকে হারিয়ে এসেছিল দিল্লি। এ বার দিল্লির ঘরের মাঠে জয় তুলে নিল সানরাইজার্স।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তৃতীয় ওভারে মায়াঙ্ক আগরওয়ালকে (‌৫)‌ হারিয়ে ধাক্কা খায়। রাহুল ত্রিপাঠি (‌১০)‌, এইডেন মার্করাম (‌৮)‌, হ্যারি ব্রুক (‌০)‌ দের ব্যর্থতা চাপে ফেলে দেয় হায়দরাবাদকে। ওপেনার অভিষেক শর্মা একা লড়াই চালিয়ে যান। ৩৬ বলে ৬৭ রান করে আউট হন অভিষেক। এরপর দলকে টেনে নিয়ে যান হেনরিক ক্লাসেন (২৭ বলে ৫৩) ও আব্দুল সামাদ (‌২১ বলে ২৮)‌। ১৬ রান করেন আকিল হোসেন।

দিল্লির হয়ে ২৭ রানে ৪ উইকেট তুলে নেন মিচেল মার্শ। অক্ষর পটেল এবং ইশান্ত শর্মা একটি করে উইকেট নেন।

১৯৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ওয়ার্নার আউট হয়ে যান। তিনি ফিরতেই দিল্লির জয়ের আশা ধাক্কা খায়। ফিল সল্ট (৫৯) এবং মিচেল মার্শ (৬৩) চেষ্টা করেছিলেন। মিডল অর্ডারে একের পর ব্যাটার এলেন এবং ফিরে গেলেন। মনীশ পাণ্ডে (১), প্রিয়ম গর্গ (১২), সরফরাজ খানরা (৯) কেউই দলের ভরসা হয়ে উঠতে পারলেন না। অক্ষর ১৪ বলে ২৯ ও রিপল ৮ বলে ১১ রানে অপরাজিত থাকলেও হার এড়াতে পারেননি। দিল্লি শেষ অবধি তোলে ৬ উইকেটে ১৮৮।

এই হারের মধ্যে দিয়েই প্লে-অফে ওঠার রাস্তা কঠিন হয়ে গেল ডেভিড ওয়ার্নারদের। বাকি ম্যাচগুলিতে জিতলেও তা যথেষ্ট কি না, সন্দেহ রয়েছে। এখন যা পরিস্থিতি তাতে দিল্লিকে বাকি ৬ ম্যাচে জিততেই হবে। কিন্তু ১৬ পয়েন্ট প্লে-অফে ওঠার ক্ষেত্রে পর্যাপ্ত হবে কি না সেটাও দেখার। সে ক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন