বিজেপি রুখতে তৃণমূলকে সমর্থন, স্পষ্ট বার্তা তেজস্বী যাদবের

হাওড়া : বিজেপি রুখে দিতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, তাই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তাকে সমর্থন জানাবে আরজেডি। সোমবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

বামফ্রন্টের সঙ্গে তাঁর বাবা লালু যাদবের সখ্যতা তেজস্বীর অজানা নয়। রবিবার কলকাতায় থাকা সত্ত্বেও তিনি ব্রিগেডে যাননি। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে প্রধান শক্তিকে।

তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পুরোপুরি তৃণমূলের পাশে থাকব। পূর্ণশক্তি দিয়ে সমর্থন করব। কারণ আমাদের লক্ষ্য বিজেপিকে রুখে দেওয়া। সভ্যতা বাঁচাতে বিজেপিকে হঠাতে হবে। তৃণমূলের লড়াই মানে আমাদের লড়াই।’’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তেজস্বীকে ধন্যবাদ জানিয়েছে পাশা থাকার জন্য। তবে তৃণমূল-আরজেডির মধ্যে কোনো আসন সমঝোতা হল কিনা সে ব্যাপারে কিছু দু’দলের কেউ কিছু বলেনি।

আরও পড়ুন : ব্রিগেড মঞ্চেই বেড়িয়ে পড়ল জোটের ফাটল

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক