দীর্ঘ টানাপোড়েন, আদালতের পর আদালত—অবশেষে শেষ হলো উচ্চশিক্ষাক্ষেত্রের অচলাবস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করা হয়েছে। বুধবার রাজভবনের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়।
নতুন উপাচার্যদের নাম ঘোষণা:
- কলকাতা বিশ্ববিদ্যালয়: আশুতোষ ঘোষ
- যাদবপুর বিশ্ববিদ্যালয়: চিরঞ্জীব ভট্টাচার্য
- গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়: আশিস ভট্টাচার্য
- কাজী নজরুল বিশ্ববিদ্যালয়: উদয় বন্দ্যোপাধ্যায়
- বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়: আবু তালেব খান
- ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়: উদয় চন্দ্রদীপা ঘোষ
রাজভবন সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ছয় জন নির্বাচিত শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেন। তারপর বুধবার রাজভবনের X (পূর্বে টুইটার) হ্যান্ডেল থেকে এই নিয়োগের ঘোষণা করা হয়।
দীর্ঘ টানাপোড়েনে অবসান
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল রাজ্য সরকার ও রাজ্যপালের মধ্যে। নিয়ম অনুযায়ী, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের প্রস্তাবে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। কিন্তু সেই অনুমোদন না পাওয়াতেই সৃষ্টি হয় প্রশাসনিক জটিলতা।
বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যপাল ও রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগ নিলে, সোমবার সমস্ত জট কাটিয়ে ঘোষণা করা হয় স্থায়ী উপাচার্যের নাম।উচ্চশিক্ষাক্ষেত্রে অচলাবস্থা কাটল
দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া বইছে রাজ্যের উচ্চশিক্ষা মহলে। উপাচার্যদের স্থায়ী নিয়োগের ফলে প্রশাসনিক কাজকর্মের গতি ফেরার আশায় রয়েছেন শিক্ষক ও গবেষকরা। নিয়োগ পাওয়া উপাচার্যদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।