আরজি কর মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। নির্যাতিতার বাবা-মায়ের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট সোমবার এই নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ, যেখানে বিচারপতি জয়মাল্য বাগচীও ছিলেন, স্পষ্ট করেছে যে, তদন্ত নিয়ে অসন্তোষ জানিয়ে করা নতুন পিটিশনের শুনানি এবার থেকে কলকাতা হাইকোর্টেই হবে।
তিলোত্তমার বাবা-মা শুরু থেকেই সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নতুন করে তদন্তের নির্দেশ চেয়ে তাঁরা সুপ্রিম কোর্টে আবেদনও করেছিলেন, যা প্রধান বিচারপতি খারিজ করেন। তাঁর পর্যবেক্ষণ ছিল, এখন নতুন তদন্ত শুরু হলে অভিযুক্ত সঞ্জয় রায় আইনি সুবিধা পেয়ে যেতে পারেন। তবে, পরিবারের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট তাদের আবেদন মেনে নেয় যে, কলকাতা হাইকোর্টেই এই মামলার শুনানি হোক।
এই সিদ্ধান্তের অর্থ, মামলাটি সুপ্রিম কোর্ট থেকে সরিয়ে দেওয়া হয়নি। আগামী ১৩ মে যে সপ্তাহ শুরু হচ্ছে, তখন সুপ্রিম কোর্টেও এটি তালিকাভুক্ত হবে।