রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী চার সপ্তাহের মধ্যে কর্মীদের ২৫ শতাংশ বকেয়া ডিএ পরিশোধ করতে হবে রাজ্য সরকারকে। মামলার পরবর্তী শুনানি হবে অগস্ট মাসে।
২০২২ সালে কলকাতা হাই কোর্ট কেন্দ্রীয় হারে ৩১ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিলেও তা মানতে নারাজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিল। প্রায় ১৮ বার শুনানি পিছোনোর পর অবশেষে শীর্ষ আদালতের এই নির্দেশে খুশি সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “আমাদের দাবি সঠিক ছিল, এবার তা আদালতের স্বীকৃতি পেল।”
তবে রাজ্যের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, “আদালতের অর্ডার হাতে পাওয়ার পর যা বলার, তখনই বলব।” এখন দেখার, আদালতের নির্দেশ কত দ্রুত কার্যকর করে নবান্ন।