নয়াদিল্লি: নিট (NEET) মামলার শুনানি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) নিট প্রশ্নফাঁস সংক্রান্ত পিটিশনের শুনানি হবে।
শুনানি স্থগিত করার কারণ হিসাবে তিন বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, নিট-ইউজির আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এবং কেন্দ্র হলফনামা দিয়ে যে মতামত জানিয়েছিল, তা এখনও মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ পায়নি।
গতকাল কেন্দ্র এবং এনটিএ – র দাখিল করা হলফনামায় দেখে আবেদনকারীরা যাতে নিজেদের প্রতিক্রিয়া দাখিল করতে সক্ষম হয়, সেদিকে লক্ষ রেখেই শুনানি স্থগিতকরণ মঞ্জুর করে আদালত। জানা যায়, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় -এর নেতৃত্বাধীন বেঞ্চ প্রাথমিকভাবে ১৫ জুলাই বিষয়টি তালিকাভুক্ত করার প্রস্তাব করেছিল। কিন্তু ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা ১৫ জুলাই এবং ১৬ জুলাই ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করেন। এরপর ১৭ জুলাই ছুটির দিন থাকায়, ১৮ জুলাই পর্যন্ত শুনানি স্থগিত করে সুপ্রিম কোর্ট।
এদিকে কেন্দ্রের হলফনামায় জানানো হয়েছে, জুলাইয়ের তৃতীয় সপ্তাহে নিট কাউন্সেলিং চালু করা যেতে পারে। কিন্তু মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় এ বিষয়ে অনিশ্চয়তা রইল বলেই মনে করা হচ্ছে। বলে রাখা ভালো, এর আগে ৬ জুলাই থেকে কাউন্সেলিং শুরুর কথা জানানো হয়েছিল। কিন্তু সেই তারিখও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় এনটিএ।