কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী! মামলা এবার সুপ্রিমকোর্টে

কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে এখনও নাছোড় বান্দা বিজেপি। কলকাতা হাইকোর্টে এই মামলার রায় নিজেদের বিজেপির পক্ষে না যাওয়ায় এবার পদ্ম শিবির দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের।

শেষ মুহূর্তের খবর হল, মামলার গুরুত্ত বিচার করে কলকাতা পুরসভার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিজেপির দাবি সংক্রান্ত মামলাটি গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে জরুরি ভিত্তিতে, এমনটাই জানিয়েছে বিজেপির আইনজীবী সেল।

যদিও নির্বাচনের মাত্র কয়েকঘন্টা আগে এই মামলার ফলাফল নিয়ে সংশয়ে রয়েছে খোদ গেরুয়া শিবির। কারণ শেষ পর্যন্ত তর্কের খাতিরে যদি এটা ধরেও নেওয়া যায় যে শীর্ষ আদালতের রায় গেল বিজেপির পক্ষে। বিজেপি যেমনটা দাবি জানিয়ে আসছিল, সেই মতন কলকাতা পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতেই সিলমোহর দিয়ে দেয় সুপ্রিম কোর্ট, তাহলেও কী শেষ পর্যন্ত এই সল্প সময়ে সম্ভবপর হবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা!

এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। বাস্তবিকভাবে এটা প্রায় অসম্ভব, এমনটাই মনে করছে বেশিরভাগ মহল। এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, সব জেনে বুঝেও তাহলে বিজেপির এই পদক্ষেপের কারণ কী? তবে কী পুর নির্বাচনে পর্যুদস্ত হওয়ার ভয়েই আগে থেকে পরাজয়ের কারণ দর্শানোর জন্য জমি প্রস্তুত রাখা। রাজনৈতিক মহলের একটা বড় অংশ কিন্তু এখন থেকে এমনটাই বলতে শুরু করেছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে