নয়াদিল্লি: সিবিআই স্বশাসিত সংস্থা। এই সংস্থার উপর কেন্দ্রের কোনও নিয়ন্ত্রণ নেই বলেই দাবি করে আসছে কেন্দ্রের মোদী সরকার। এরই মধ্যে সিবিআইয়ের অপব্যবহার নিয়ে একটি মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের।
কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের তরফে অভিযোগের করা হয়। বুধবার পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট।
এ দিন বুধবার বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআইয়ের অপব্যবহার করছে, তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি প্রয়োজন, পশ্চিমবঙ্গ সরকারের সেই বক্তব্যেরও গ্রহণযোগ্যতা রয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত।
প্রসঙ্গত, ২০২০ সালেই রাজ্যে ইচ্ছামতো সিবিআই তদন্তের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র বা ‘জেনারেল কনসেন্ট’ প্রত্যাহার করে রাজ্য সরকার। যার ফলে আদালতের নির্দেশ না থাকলে রাজ্যে কোনও মামলা দায়ের করতে হলে সিবিআইয়ের অনুমতি প্রয়োজন হয়। তার পরও আদালতের নির্দেশে একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করেছে সিবিআই। আর সেই সূত্র ধরে ঢুকে পড়ছে আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি – ও।
এ ক্ষেত্রে কেন্দ্রের যুক্তি, সিবিআই কেন্দ্রের অধীন নয়। এটি একটি স্বাধীন সংস্থা। ফলে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করায় এই মামলা গ্রহণযোগ্য হওয়া উচিত নয়।