প্রথম পাতা খবর বিহারে ভোটার তালিকার সংশোধনে আধার-ভোটার কার্ড অন্তর্ভুক্তির পরামর্শ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার সংশোধনে আধার-ভোটার কার্ড অন্তর্ভুক্তির পরামর্শ সুপ্রিম কোর্টের

233 views
A+A-
Reset

বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) ঘিরে চলা মামলায় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে পরামর্শ দিল, আধার কার্ড ও ভোটার কার্ড (EPIC) যেন পরিচয়পত্র হিসেবে গ্রহণযোগ্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোমবার এই মামলার শুনানিতে উঠে আসে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে সহজলভ্য পরিচয়পত্র যেমন আধার বা ভোটার কার্ডের নাম না থাকায় প্রশ্ন তোলে আদালত। কমিশনের যুক্তি ছিল, এই নথি জাল হওয়ার সম্ভাবনা বেশি। তবে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “জাল হওয়া তো অন্য সমস্যা, গণহারে যদি নাম বাদ যায়, তাহলে গণহারে নাম অন্তর্ভুক্ত করার দিকেও নজর দিতে হবে। আধার এবং ভোটার কার্ড বাদ দেওয়ার যুক্তি আমরা মানতে পারছি না।”

আদালত কমিশনকে স্পষ্ট করে জানায়, “এই দুই নথি তালিকায় রাখুন। কাল হয়তো দেখবেন বাকি ১১টিও জাল হতে পারে। কিন্তু সেটাই কি মান্য নথিকে বাতিল করার কারণ হতে পারে?”

কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, ভোটার যাচাইয়ে আধার কার্ড ব্যবহার করা হচ্ছে ঠিকই, তবে সঙ্গে অন্য নথিও চাওয়া হচ্ছে। আদালত এই যুক্তি মেনে নিতে নারাজ। বিচারপতি কটাক্ষ করে বলেন, “আমাদের ক্ষমতা খর্ব হচ্ছে না। যদি ভুল ধরা পড়ে, প্রয়োজনে পুরো তালিকা বাতিল করে দেব।”

মামলাকারীদের পক্ষ থেকে ভোটার তালিকা চূড়ান্ত করার উপর স্থগিতাদেশের আবেদন জানানো হলেও, সুপ্রিম কোর্ট এখনই সেই প্রক্রিয়া স্থগিত করতে রাজি হয়নি। আদালত জানিয়ে দেয়, এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তখনই সম্ভবত এই বিষয়ে আরও বিস্তারিত নির্দেশ দেওয়া হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.