নয়াদিল্লি:সুপ্রিম কোর্ট নিজেই আরজি কর হাসপাতালের মহিলা ডাক্তারের ধর্ষণ-খুনের মামলাটি গ্রহণ করেছে। শীর্ষ আদালতের তরফে স্বতঃপ্রণোদিত এই পদক্ষেপ সারা দেশকে হতবাক করেছে। মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই বিষয়ে শুনানি করবে।
এ দিকে মামলাটি ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে শুনানি চলছে। যা গত সপ্তাহে ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই-তে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট৷ তার আগে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, পুলিশ রবিবারের মধ্যে মামলার সমাধান করতে না পারলে সিবিআই দায়িত্ব নেবে।
এরই মধ্যে সোমবার জানা যায়, শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সুয়োমোটো মামলা গ্রহণ করেছে। রাখি পূর্ণিমা উপলক্ষে আজ, সোমবার সরকারি ছুটি। আগামীকাল, মঙ্গলবার কোর্ট খুললে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ।
প্রসঙ্গত, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ন্যক্কারজনক ঘটনার বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছিল শনিবার। বিষয়টি আমলে নেওয়ার জন্য অনুরোধ করা হয় আদালতকে। এরপরই এই পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট।