কৃষক আন্দোলন নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট, এই সংক্রান্ত সমস্ত মামলা শুনবে শীর্ষ আদালত

Punjab, Oct 07 (ANI): Farmers raise slogans during a protest against farm bills, in Ludhiana on Wednesday. (ANI Photo)

ওয়েবডেস্ক : প্রায় দেড় মাস পরেও মেলেনি কোনও সমাধানসূত্র। কৃষক আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। সমাধান না বেরনোয় কৃষি আইনের বিরুদ্ধে সব মামলা শুনতে রাজি হল শীর্ষ আদালত। বুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩টি কৃষি আইনের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলার শুনানি হবে। শুনানির দিন ধার্য হয়েছে আগামী ১১ জানুয়ারি।

প্রায় দেড় মাস ধরে দিল্লির সিঙ্ঘু, টিকরি-সহ একাধিক সীমানায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষকরা। সরকারের সঙ্গে ৭ দফা আলোচনার পরেও কোনও সমাধানসূত্র বের হয়নি। আন্দলোনকারী কৃষকদের দাবি, ৩টি কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কিন্তু সরকার পক্ষ তা মানতে নারাজ। এই নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট।

সংসদে পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছিল ৩টি কৃষি আইন-বিরোধী আন্দোলন। ৩টি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে বহু মামলা। শীর্ষ আদালত জানিয়েছে, এই সব মামলা একত্রিত করে শুনানি হবে।

এদিকে আন্দোলন থেকে পিছু হঠার তো প্রশ্নই নেই, বরং আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। দিল্লিতে এসে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেডের প্রস্তুতি নিচ্ছেন পঞ্জাব-হরিয়ানার কৃষক পরিবারের মহিলারা।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন