প্রাথমিকের ডিএলএড (D.El.Ed) নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি পিএস নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানিয়ে দেয়, হাই কোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করা হচ্ছে। অর্থাৎ, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া একক বেঞ্চের রায় মেনেই নিয়োগ করা যাবে।
২০২২ সালের ২৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ১১,৭৫৮টি শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে। তাতে জানানো হয়, যারা সেই শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। সেই মামলায় গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায় বহাল থাকল সুপ্রিম কোর্টেও, যা নিয়োগপ্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।