নয়াদিল্লি: বুধবার আদানি-হিন্ডেনবার্গ মামলার রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে তদন্তের জন্য সেবি-কে আরও তিন মাসের সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২৪টি মামলার মধ্যে ২২টিতে তদন্ত শেষ হয়েছে এবং এই বাকি ২টি মামলার জন্য সুপ্রিম কোর্ট সেবিকে আরও তিন মাস সময় দিয়েছে। আদালত বলেছে, সেবি-র তদন্তে এখনও পর্যন্ত কোনও ত্রুটি পাওয়া যায়নি। অর্থাৎ প্রশান্ত ভূষণ-সহ অন্য আবেদনকারীদের যুক্তি খারিজ করা হয়েছে।
এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের তরফে জানানো হয়, আদানি-হিন্ডেনবার্গ মামলায় সেবি-র তদন্তে হস্তক্ষেপ করবে না আদালত। নিয়ামক সংস্থাই আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ারে কারচুপির অভিযোগ খতিয়ে দেখবে।
বেঞ্চ বলেছে, সেবি-এর তদন্তে এফপিআই নিয়ম সম্পর্কিত কোনও অনিয়ম পাওয়া যায়নি। এই মামলায় আদালতের সীমিত ক্ষমতা রয়েছে যার ভিত্তিতে তদন্ত করা হয়েছে। অর্থাৎ, আদালত সেবি-র এক্তিয়ারে হস্তক্ষেপ করবে না।
সুপ্রিম কোর্ট নিজের গুরুত্বপূর্ণ মন্তব্যে আরও বলেছে, শুধুমাত্র মিডিয়া রিপোর্ট বা প্রকাশিত সংবাদের উপর আস্থা রাখা যায় না। আদানি মামলা স্থানান্তরের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যয়নি। সেদিকে নজর রেখে কোনো তদন্ত কমিটির কাছে মামলা স্থানান্তরের কোনো প্রয়োজনীয়তা খুঁজে পায়নি আদালত।