নয়াদিল্লি: নির্বাচনী বন্ড স্কিমের বৈধতার বিরুদ্ধে দায়ের করা পিটিশনের উপর আজ, বৃহস্পতিবার বড় রায় সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড নিষিদ্ধ করল সর্বোচ্চ আদালত।
নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট এবং সরকারকে অন্য কোনো বিকল্প বিবেচনা করতে বলেছে। ইলেক্টোরাল বন্ড স্কিমের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজনৈতিক দলগুলি যে তহবিল পাচ্ছে তার তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনী বন্ড তথ্য অধিকারের লঙ্ঘন।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই মামলায় সর্বসম্মত রায় দিয়েছে। বেঞ্চে দুটি ভিন্ন মতামত থাকলেও সর্বসম্মত ভাবে নির্বাচনী বন্ড নিষিদ্ধ করার রায় দেয় বেঞ্চ।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (এসবিআই)-তে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত নির্বাচনী বন্ড সম্পর্কে সম্পূর্ণ তথ্য সরবরাহ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গত বছরের ২ নভেম্বর এই মামলার রায় সংরক্ষিত রেখেছিল, যা আজ ঘোষণা করা হল।
প্রসঙ্গত, ভোটে কালো টাকার খেলা বন্ধ করার কথা বলে নির্বাচনী বন্ড চালু করেছিল মোদী সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ২০১৮ সালে প্রয়াত অরুণ জেটলি নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে কোনও ব্যক্তি বা কর্পোরেট সংস্থা রাজনৈতিক দলগুলিকে চাঁদা দিতে চাইলে, বন্ড কিনে সংশ্লিষ্ট দলকে দিতে পারে।