বিহারে বাদ পড়া ভোটারের নাম ফেরানোর সুযোগ মিলবে আধারে, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জাতীয় নির্বাচন কমিশনকে জানায়, বাদ যাওয়া সব ভোটারের নামের তালিকা প্রকাশ করতে হবে এবং প্রত্যেকের নাম কেন বাদ দেওয়া হয়েছে সেই কারণও জানাতে হবে। এপিক নম্বর দিয়ে অনলাইনে সার্চ করেও তথ্য পাওয়ার ব্যবস্থা করতে হবে, পাশাপাশি স্থানীয় বিডিও ও পঞ্চায়েত অফিসে তালিকা টাঙানো বাধ্যতামূলক।

শীর্ষ আদালত আরও জানায়, ভোটার তালিকায় নাম ফের অন্তর্ভুক্ত করার পুনর্বিবেচনার আবেদনে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে কমিশনকে এই পদক্ষেপগুলি সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের মামলায় কমিশন জানিয়েছিল, বিহারে বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় প্রায় ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে, কিন্তু তার কোনও বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তবে আদালত স্পষ্ট করেছে, আধার শুধু বাসস্থানের প্রমাণ হিসেবে গৃহীত হবে, নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসাবে নয়।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?