Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ সুশান্ত ঘোষ, সম্পাদক পদে রয়ে গেলেন মহম্মদ সেলিম - NewsOnly24

সিপিএমের রাজ্য কমিটি থেকে বাদ সুশান্ত ঘোষ, সম্পাদক পদে রয়ে গেলেন মহম্মদ সেলিম

সিপিএমের ২৭তম রাজ্য সম্মেলনে নতুন রাজ্য কমিটি গঠন করা হলো, যেখানে জায়গা পেলেন না দলের এক সময়ের দাপুটে নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন আরও কয়েকজন নেতা।

সিপিএমের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসম্মতিক্রমে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে, যার মধ্যে ১৪ জন মহিলা রয়েছেন। প্রথম বৈঠকেই মহম্মদ সেলিমকে রাজ্য সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

সুশান্ত ঘোষের বিরুদ্ধে এক মহিলার করা অভিযোগের জেরে কয়েক মাস আগেই তাঁকে পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদকের পদ থেকে সরানো হয়েছিল। তবে রাজ্য কমিটিতে তিনি তখনও ছিলেন। এবার রাজ্য সম্মেলনের পর তাঁকেও সরিয়ে দেওয়া হলো। এমনকি, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটিতেও তাঁর জায়গা হয়নি।

প্রসঙ্গত, ১৯৯০-এর দশকের শেষ দিকে কেশপুরের রাজনীতির মাধ্যমে সুশান্ত ঘোষ সিপিএমের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। পরে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় মন্ত্রীও হয়েছিলেন। তবে বামফ্রন্টের পতনের পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়ে তাঁকে দীর্ঘদিন জেলে কাটাতে হয়েছিল।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের পরিচিত নেতা তথা প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য আগেই বাদ পড়েছিলেন। নতুন কমিটি থেকে এ বার বাদ পড়লেন জীবেশ সরকারও। ফলে উত্তরবঙ্গের সিপিএমে আর পরিচিত কোনও নেতা রাজ্য কমিটিতে রইলেন না।

Related posts

পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়বে তাপমাত্রা, কলকাতায় এই ঠান্ডা থাকবে কতদিন?

বইমেলায় মেট্রোর বাড়তি সুবিধা, মেলার গেটেই মিলবে টিকিট

শুধু কলকাতায় কেন? আইপ্যাক অভিযানে ‘তথ্য চুরি’র অভিযোগ, ইডিকে নিশানা অভিষেকের