নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি, শুক্রবার রাতে শপথ

প্রধানমন্ত্রী হচ্ছেন ৭২ বছরের সুশীলা কার্কি। শুক্রবার রাত সওয়া ৯টায় রাষ্ট্রপতি ভবন শীতল আবাসে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের হাতে তিনি শপথ নেবেন বলে সরকারি ভাবে জানানো হয়েছে।

ছাত্র-যুব আন্দোলনের প্রস্তাবেই সুশীলা

সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির ইস্তফার পরে নেপালজুড়ে চলা ছাত্র-যুব আন্দোলনের মধ্যেই সুশীলার নাম উঠে আসে। আন্দোলনকারীরা প্রথমে তাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করার প্রস্তাব পাঠায়। সুশীলা শর্ত দেন, অন্তত ১,০০০ মানুষের লিখিত সমর্থন চাই। কিন্তু প্রথমেই জমা পড়ে ২,৫০০-র বেশি স্বাক্ষর। এরপরই আন্দোলনকারীরা আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম ঘোষণা করেন।

একাধিক নাম, শেষ পর্যন্ত সুশীলা

প্রথমে আলোচনায় আসে কাঠমান্ডুর মেয়র তথা জনপ্রিয় র‌্যাপার বলেন্দ্র শাহ (বলেন)। পরের দিন প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিঙের নামও প্রস্তাবিত হয় আন্দোলনকারীদের একাংশের তরফে। এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও, শেষ পর্যন্ত ভোটাভুটিতে সুশীলার নামই চূড়ান্ত হয়। বলেনও প্রকাশ্যে তাঁকে সমর্থন করেন।

সুশীলার পথচলা

  • ২০০৬: সংবিধান খসড়া কমিটির সদস্য
  • ২০০৯: সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগ
  • ২০১৬: নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি (রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভাণ্ডারীর সময়ে)
  • ২০২5: নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পথে

পরিচিতি ও ব্যক্তিত্ব

পেশাগত জীবন শুরু করেছিলেন একজন শিক্ষিকা হিসাবে। পরে বিচারব্যবস্থায় যোগ দেন। নির্ভীক, সৎ এবং যোগ্য ব্যক্তি হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। দেশজুড়ে তিনি পরিচিত নারী নেতৃত্বের এক প্রতীকী মুখ হিসাবে।

শপথের পর থেকেই সুশীলার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সহিংসতায় উত্তপ্ত নেপালে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক