বেঙ্গালুরু: আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার পাশাপাশি, বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।
এতেই শেষ নয়। কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ), আরসিবি কর্তৃপক্ষ এবং ইভেন্ট ম্যানেজমেন্টে যুক্ত সংস্থার প্রতিনিধিদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেপ্তারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
সিদ্দারামাইয়ার বক্তব্য, “এটি নজিরবিহীন ঘটনা। ১১ জন প্রাণ হারিয়েছেন, ৩৭ জন আহত হয়েছেন। আহতদের সকলকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
পাশাপাশি এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের তত্ত্বাবধানে থাকবেন কর্নাটক হাই কোর্টের প্রাক্তন বিচারপতি জন মাইকেল ডি’কুনহা।
তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও কেন আরসিবির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বিজয় মিছিলের কথা ঘোষণা করা হয়েছিল? এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে আরসিবি এবং কেএসসিএ-র নামও।