প্রথম পাতা খবর ৬ লক্ষ পদের অবলুপ্তি ঘটিয়েছে রাজ্য সরকার, বিস্ফোরক দাবি শুভেন্দুর

৬ লক্ষ পদের অবলুপ্তি ঘটিয়েছে রাজ্য সরকার, বিস্ফোরক দাবি শুভেন্দুর

375 views
A+A-
Reset

নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকারকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে তাঁর অভিযোগ, পদের অবলুপ্তি ঘটাচ্ছে অথচ নিয়োগ করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

শুভেন্দু অভিযোগ, “বাংলায় ৬ লক্ষ পদের অবলুপ্তি ঘটিয়েছেন। রিক্রুমেন্ট বোর্ড অচল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৩০ লক্ষ পদে নিয়োগ করছেন না। বাংলায় ২ কোটি বেকারের আর্তনাদ শোনা যাচ্ছে।”

সম কাজে সম বেতনের দাবি জানান বিরোধী দলনেতা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ সরকার থেকে যাঁরা বেতন-পেনশন পান, তাঁরা নিদারুণ কষ্ট আছেন। তাঁরা সরকারের স্বেচ্ছাচারিতার স্বীকার। বিধানসভায় কেন্দ্রীয় হারে বেতন ও মহার্ঘ ভাতার দাবি জানিয়েছি। শুধু মহার্ঘ ভাতা বললে আমাকে বলতে দিত না। আমি বলেছি এই সরকারের আমলে চুক্তিভিত্তিক কর্মীদের না খেতে পাওয়ার অবস্থা।”

পাশাপাশি তিনি দাবি করেন, “বাংলায় অঙ্গনওয়াড়িতে সবথেকে কম বেতন। অন্যান্য রাজ্যে একই পদে অনেক বেশি বেতন। এরাজ্যে প্রাণিবন্ধু-প্রাণিমিত্ররা মাত্র দেড় হাজার টাকা পান। অন্যান্য রাজ্যে এর থেকে অনেক বেশি টাকা পায়। মধ্যপ্রদেশে আশা কর্মীরা পান ১০ হাজার টাকা। এখানে মাত্র চার হাজার। বেতন বৈষম্য ডেটা অপারেটদেরও। ২৫ হাজার টাকা বেতনের বদলে মাত্র ১০ হাজার টাকা বেতন দেওয়া হয় কেন?”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.