এ বার সারদা মামলায় কাঁথি থানায় হাজিরা সৌমেন্দু অধিকারীর

কাঁথি: শুক্রবারের পর সোমবার। ফের পুলিশের কাছে হাজিরা দিতে কাঁথি থানায় সৌমেন্দু অধিকারী। এ বার সারদা মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দল নেতার ভাই ও প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু।

শুক্রবারের পর আজ ফের সৌমেন্দু ঢুকলেন কাঁথি থানায়। তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে রক্ষাকবচ রয়েছে সৌমেন্দুর। ফলে পুলিশ তদন্ত করতে পারবে, গ্রেফতার কোনো মতে করতে পারবে না।

কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল সৌমেন্দুর বিরুদ্ধে। একের পর এক মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কখনও কাঁথি শহরে পথবাতি বসানোর নামে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। কখনও আবার পুরসভার রাঙামাটি শ্মশানে স্টল দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে মামলাও চলছে। পাশাপাশি রয়েছে ত্রিপল দুর্নীতি ও সারদা মামলাও। একাধিক দুর্নীতির অভিযোগ তুলে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে।

এ দিন সকাল ১০টা ১৩ মিনিটে কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু। সারদা সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ হতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: প্রয়াত মুলায়ম সিং যাদব, বর্ণময় এক রাজনৈতিক অধ্যায়ের অবসান

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন