বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলওয়ামা দিবসে শহিদ স্মরণ অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা।
সোমবার হাজরার আশুতোষ কলেজের সামনে এক অনুষ্ঠানে শুভেন্দু যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছনোর আগেই আশুতোষ কলেজের সামনে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখতে শুরু করে পড়ুয়াদের একাংশ।
অভিযোগ, এক্ষেত্রে যে সব ছাত্ররা বিক্ষোভ দেখায়, তাঁরা প্রায় সবাই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। আরও অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভের সময় শুভেন্দু অধিকারীর বাবার নামে স্লোগান তোলে বিক্ষোভকারীরা। আর তাতেই মেজাজ হারান বিরোধী দলনেতা।
এই সময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, নিজের গাড়ি থেকে নেমে পড়ুয়াদের দিকে তেড়ে যান শুভেন্দু। পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত ও ঘোরালো হয়ে ওঠে। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগান নিরাপত্তারক্ষীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিরাপদে গাড়িতে তুলে তাঁর গন্তব্যে রওনা করে দেওয়া হয়।