হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! রাজ্যই করবে দত্তপুকুর তদন্ত

কলকাতা: দত্তপুকুর বিস্ফোরণ নিয়ে বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পর্যবেক্ষণ, এখনও এই ঘটনার তদন্ত একেবারেই অপরিণত অবস্থায় রয়েছে, তাই এই মামলার শুনানি এখনই সম্ভব নয়।

বিজেপির দুটি মামলাই খারিজ হয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। বেঞ্চের মন্তব্য, দু’দিন আগে এই ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত করতে শুরু করেছে। তদন্ত এখনও প্রাথমিক অবস্থায়। আদালত তাই এখন এবিষয়ে হস্তক্ষেপ করছে না। স্বাভাবিক ভাবেই, আপাতত, রাজ্যের হাতেই রইল তদন্তভার।

প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, “সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করেই মামলা হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা এখনও প্রিম্যাচিওর। এই রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যে একই ঘটনা ঘটে। লাইসেন্স ছাড়া কারখানাতে এই ঘটনা ঘটে। রাজ্য ইতিমধ্যেই তদন্ত করছে। যদি তদন্তে গাফিলতি দেখা যায় তাহলে আসুন।”

প্রসঙ্গত, দত্তপুকুরের ঘটনা নিয়ে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী দু’টি মামলা করেন। এই ঘটনায় সিবিআই এবং এনআইএ তদন্তের আবেদন করেন মামলাকারীরা। বিস্ফোরণের পর থেকেই এই ঘটনা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক