ফের একবার শুভেন্দু অধিকারীর পথ আটকাল পুলিশ। বিকাশ ভবনের পথে রাজ্যের বিরোধী দল নেতার পথ আটকায় বিধান নগর থানার পুলিশ। রাজ্যে স্কুল খোলার দাবিতে বিকাশ ভবনে যাচ্ছিলেন আলোচনা করতে, এমনটাই ছিল শুভেন্দু অধিকারীর বক্তব্য।
রাজ্যের স্কুল-কলেজ সবই এখনও রয়েছে বন্ধ। অথচ উল্টো দিকে বাকি সব কিছুই রয়েছে খোলা। তাই এই পরিস্থিতিতে রাজ্যের স্কুল ও কলেজ খোলার দাবিতে বিকাশ ভবনে শিক্ষা সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দু একা ছিলেন না। তাঁর সঙ্গে ছিল বিজেপি দলের নেত্রী অগ্নিমিত্রা পল সহ অন্য আরও অনেক বিধায়ক ও কর্মী সমর্থকরাও।
বিকাশ ভবনে পৌঁছনোর আগেই শুভেন্দু অধিকারীর পথ রোধ করে পুলিশ। শেষ পর্যন্ত সেখানে পুলিশ ঢুকতে না দেওয়া রাস্তাতেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন তিনি।
শুভেন্দু বলেন, ‘‘আমরা সচিবের কাছে জানতে এসেছিলাম, স্কুল কবে খুলবে তার দিন ক্ষণ জানাতে। কিন্তু পুলিশ আমাদের ঢুকতে দিল না। মোবাইল না থাকায় ছাত্রছাত্রীরা পড়াশুনা করতে পারছে না। দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় স্কুল কী, তা ভুলতে বসেছে পডুয়ারা।’’ তিনি আরও বলেন, ‘‘শিক্ষাকে দলতন্ত্র পরিণত করেছে এই সরকার। যত দিন না স্কুল খুলছে, তত দিন একজন করে বিধায়ক বিকাশ ভবনের সামনে অবস্থানে বসবেন।’’