প্রথম পাতা খবর স্বামী বিবেকানন্দের আদর্শে মা সারদাকে দুর্গারূপে পুজো হাওড়া খড়িয়পের শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে

স্বামী বিবেকানন্দের আদর্শে মা সারদাকে দুর্গারূপে পুজো হাওড়া খড়িয়পের শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে

303 views
A+A-
Reset

হাওড়া জেলার আমতার নিকটবর্তী খড়িয়প গ্রামে অবস্থিত শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার আশ্রমে প্রতি বছর মা সারদাকে দুর্গারূপে পুজো করা হয়। এই আশ্রমে মা সারদাকে দেবী দুর্গার প্রতিমূর্তি হিসেবে শ্রদ্ধা জানানো হয়, যা স্বামী বিবেকানন্দের আদর্শ ও ভাবনার প্রতিফলন। স্বামী বিবেকানন্দের কাছে মা সারদা ছিলেন জীবন্ত দুর্গা, এবং তিনি একাধিকবার তাঁর গুরুভাই স্বামী শিবানন্দের কাছে বিষয়টি তুলে ধরেছিলেন।

স্বামীজি বলেছিলেন, “বাবুরামের মায়ের বুড়ো বয়সে, বুদ্ধির হানি হয়েছে, জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পুজো করতে বসেছে। দাদা, বিশ্বাস বড়ো ধন, জ্যান্ত দুর্গাপুজো দেখাব তবে আমার নাম।” স্বামী বিবেকানন্দের চোখে মা সারদাই ছিলেন দেবী দুর্গার জীবন্ত রূপ, এবং তিনি তাঁকে নিয়মিত এই দেবীরূপে পূজা করতেন।

স্বামীজির এই ভাবনাই আজ খড়িয়পের শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার মঠে জীবন্ত হয়ে উঠেছে। এখানে মা সারদাকে দুর্গারূপে পুজো করার রীতি অনুসরণ করা হয়, যা আশ্রমের ভক্ত ও সাধুদের জন্য এক মহান উৎসবের দিন। দেবী দুর্গার এই বিশেষ পুজো শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার মঠের অন্যতম প্রধান অনুষ্ঠান এবং জগজ্জননী মা সারদার প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.