কলকাতা: জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন। বন্ডের অধীনে থাকা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে না, এমন অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য দফতর সংশ্লিষ্ট চিকিৎসকদের জবাব তলব করেছে।
স্বাস্থ্য দফতরের নিয়ম অনুযায়ী, মেডিক্যাল পড়ুয়া বা ডাক্তারদের জন্য বন্ডের সময়সীমা তিন বছর। এর মধ্যে প্রথম এক বছর মেডিক্যাল কলেজে কাজ করতে হয় এবং বাকি দু’বছর জেলা ও গ্রামীণ হাসপাতালে কাজ করতে হয়। তবে অভিযোগ উঠেছে, এই নিয়ম যথাযথভাবে মানা হচ্ছে না। অনেক চিকিৎসক নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও মেডিক্যাল কলেজের বাইরে গিয়ে কাজ করছেন না, যা জেলা হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার ঘাটতি তৈরি করছে।
স্বাস্থ্য ভবনের তরফে বেশ কয়েকটি সরকারি মেডিক্যাল কলেজের সুপার এবং অধ্যক্ষদের উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, কেন মেডিক্যাল কলেজে এক বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পরও সিনিয়র রেসিডেন্টদের জেলা হাসপাতাল বা গ্রামীণ হাসপাতালে রিলিজ করা হচ্ছে না, তা জানাতে হবে। নিয়ম অনুযায়ী, বন্ডের মেয়াদ শেষ না করলে বা নিয়ম না মানলে সংশ্লিষ্ট চিকিৎসকদের অর্থ দিয়ে বন্ড থেকে মুক্তি পেতে হয়।
স্বাস্থ্য ভবনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, “বন্ডের নিয়ম মেনে কাজ না হলে জেলা হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবার ঘাটতি তৈরি হয়, যা কোনওভাবেই কাম্য নয়। এই পরিস্থিতির দ্রুত সমাধান প্রয়োজন।”