করোনা নিয়ে হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্যভবন

কলকাতা: ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭। বৃহস্পতিবার রাজ্যের হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্যভবন।

চিন, মার্কিন যুক্তরাষ্ট্র অথবা ব্রাজিলের মতো কিছু দেশে ফের করোনা নিয়ে উদ্বেগ। পরিস্থিতি বিবেচনায় রেখে ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। গত বুধবার নবান্ন সভাঘরে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী নিজে রাজ্যের পরিস্থিতির দিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছিলেন। তাঁর নির্দেশের পরেই বুধবার নতুন করোনার নজরদারি কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। কমিটির মাথায় রয়েছেন স্বাস্থ্যসচিব। এই মুহূর্তে রাজ্যের করোনা পরিস্থিতি কী, সংক্রমণ বাড়লে কিভাবে করা হবে, সে সবই খতিয়ে দেখা হয় এ দিন।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় বলা হয়েছে, গত একমাসের মধ্যে যাঁরা করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণ করতে হবে। সব হাসপাতালর উদ্দেশে বলা হয়েছে, ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল ও জেএনএমের নমুনা যাবে কল্যাণীতে। পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে

এ ছাড়াও স্বাস্থ্যভবন বলেছে, রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে। শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন