প্রথম পাতা খবর উপনির্বাচনে জয়ী ৪ বিধায়কের শপথগ্রহণ, বিধানসভা থেকে চিঠি রাজভবনে

উপনির্বাচনে জয়ী ৪ বিধায়কের শপথগ্রহণ, বিধানসভা থেকে চিঠি রাজভবনে

342 views
A+A-
Reset

কলকাতা: বিধায়কদের শপথগ্রহণ ঘিরে রাজ্য – রাজ্যপাল সংঘাত নতুন নয়। কয়েক সপ্তাহ আগেই বরানগর এবং ভগবানগোলার বিধায়কদের শপথ নিয়ে তুমুল দ্বন্দ্ব দেখা গিয়েছিল। এ বার সেই বিতর্ক এড়াতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে রাজ্য।

১৩ জুলাই ফল প্রকাশ হয়েছে রাজ্যের চার বিধানসভা উপনির্বাচনের। চারটিতেই জিতেছে তৃণমূল। জয়ী চার জনপ্রতিনিধির শপথ বাক্য পাঠ করানোর জন্য প্রথা মেনে বিধানসভার তরফে রাজ্যপালের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

জানা গিয়েছে, সোমবারই রাজভবনে বিধানসভার তরফে সেই চিঠি পাঠানোর সম্ভাবনা রয়েছে। বাগদার মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী ও মানিকতলার সুপ্তি পাণ্ডে বিধায়ক হিসাবে শপথ নেবেন।

এর আগেরবার তুমুল টানাপোড়েনের পর স্পিকারই বিধানসভার রুল অনুসারে দুই প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান। এখন, নবনির্বাচিত এই চার বিধায়ককে কে শপথবাক্য পাঠ করান, সেটাই দেখার।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.