ট্যাব কেলেঙ্কারি: এক প্রাথমিক শিক্ষক-সহ শিলিগুড়ি থেকে গ্রেফতার আরও ৩

কলকাতা: ট্যাব দুর্নীতি কাণ্ডে ধৃতদের সংখ্যা বাড়ছে। এবার শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার হলেন আরও তিনজন। তাঁদের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও রয়েছেন বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়। কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের (সিট) আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খোঁজ চলছে এবং ধৃতদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় ট্যাবের জন্য সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। তবে এই প্রকল্পের অর্থ নিয়েই দুর্নীতির জাল ছড়িয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে। এখান থেকেই ট্যাবের টাকা তছরূপের প্রথম হদিশ মেলে। উত্তরবঙ্গের একাধিক জায়গায় এই দুর্নীতি বিস্তৃত হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তে নেমে কলকাতা পুলিশের সিট জানিয়েছে, অন্তত ১৯১১ জন পড়ুয়া এই আর্থিক দুর্নীতির শিকার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে ট্যাবের টাকা নয়ছয় করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, এই প্রক্রিয়ায় স্কুলের কিছু কর্মী জড়িত থাকতে পারেন।

শিলিগুড়ি থেকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্যের সন্ধান পেয়েছে পুলিশ। আরও কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা জানার জন্য অভিযুক্তদের হেফাজতে নিতে চাইছেন তদন্তকারীরা। কলকাতায় নিয়ে এসে আদালতে পেশ করে তাঁদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হবে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা