বৃহস্পতিবার বলেন, তাহাউর রানার প্রত্যর্পণের পেছনে মোদী সরকারের কোনও নতুন কূটনৈতিক সাফল্য নেই। তারা শুধুমাত্র ইউপিএ সরকারের সময় শুরু হওয়া পরিপক্ব, ধারাবাহিক ও কৌশলগত কূটনীতির সুফল ভোগ করছে। ২৬/১১ মুম্বই সন্ত্রাসের চক্রান্তে অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে ফিরিয়ে আনার পর এমনটাই দাবি করলেন কংগ্রেস নেতা ও ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম।
২০০৮ সালের মুম্বই জঙ্গি হামলার মূল অভিযুক্তদের একজন, পাকিস্তান-জন্ম ভারত-বিরোধী কানাডিয়ান নাগরিক তাহাউর রানাকে আমেরিকা থেকে প্রত্যর্পণ করা হয়েছে। সম্প্রতি, মার্কিন সুপ্রিম কোর্ট তাঁর প্রত্যর্পণ রুখতে করা শেষ আবেদন খারিজ করে দিয়েছে।
চিদম্বরম বলেন, “এই প্রত্যর্পণ কোনও বুক চাপড়ানো বা জাঁকজমকপূর্ণ প্রচারের ফল নয়। এটি দেখায়, আন্তরিক কূটনীতি, কার্যকর আইন প্রয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারতীয় রাষ্ট্র কতটা কী অর্জন করতে পারে।”
তিনি আরও বলেন, “মোদী সরকার এই প্রক্রিয়া শুরু করেনি বা কোনও নতুন অগ্রগতি অর্জন করেনি। তারা শুধুমাত্র ইউপিএ সরকারের সময় শুরু হওয়া একটি পরিপক্ব কূটনৈতিক প্রচেষ্টার ফসল ঘরে তুলেছে।”
রানা হলেন ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানির ঘনিষ্ঠ সহযোগী, যিনি ২৬/১১ হামলার অন্যতম মূল ষড়যন্ত্রী ছিলেন। ২০০৮ সালের ২৬ নভেম্বর, দশজন পাকিস্তানি সন্ত্রাসবাদী মুম্বইয়ের একাধিক স্থানে সংগঠিত হামলা চালায় — যার মধ্যে ছিল রেল স্টেশন, বিলাসবহুল হোটেল ও একটি ইহুদি উপাসনালয়। প্রায় ৬০ ঘণ্টা চলা এই হামলায় ১৬৬ জন নিহত হন।