প্রথম পাতা খবর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন তালিবানের, প্রধানমন্ত্রী হলেন হাসান আখুন্দ

আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন তালিবানের, প্রধানমন্ত্রী হলেন হাসান আখুন্দ

315 views
A+A-
Reset

ডেস্ক: অবশেষে ঘোষিত হল আফগানিস্তানের তালিবান সরকার। তাদের সর্বোচ্চ  নীতি নির্ধারক কমিটির প্রধান মোল্লা মহম্মদ হাসান আখুন্দ হবে আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী। আব্দুল গনি বরাদর হলেন তাঁর ডেপুটি।আফগানিস্তানের বিদেশ মন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাবে আমির খান মুত্তাকি আর তাঁর ডেপুটি আব্বাস স্তানিকজাই।। সরাজউদ্দিন হাক্কানি সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী।
দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী হলেন আমির খান মুত্তাকি।

দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে মোল্লা হেদিয়াততুল্লা বাদরি। দায়িত্বপ্রাপ্ত শিক্ষা মন্ত্রী করা হয়েছে শেখ মওলায়ি নুরুল্লা।  সংস্কৃতি মন্ত্রী করা হয়েছে মোল্লা খাইরুল্লা খেরখানকে। তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মহম্মদ ওমরের ছেলে মোল্লা ইয়াকুব হল আফগানিস্তানের প্রতিরক্ষমন্ত্রী। ইয়াকুব মোল্লা হেবতুল্লার ছাত্র ছিল। এই হেবতুল্লা তাকে এর আগের সরকারে তালিবানের ক্ষমতাশালী নেতা কমিটির প্রধান হিসেবে নিযুক্ত করেছিল।

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই চায় না কংগ্রেস, সিদ্ধান্ত কংগ্রেস শীর্ষ নেতৃত্বের


ইসালামিক এমিরেট সিদ্ধান্ত নিয়েছে আপাতত অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা দিয়ে সরকারের কাজ করবে। মুজাহিদ মোট ৩৩ সদস্যের মন্ত্রিসভার নাম ঘোষণা করেন সাংবাদিক বৈঠকে। বাকি মন্ত্রীদের নাম আগামী বৈঠকের পরই ঘোষণা করা হবে বলে জেনান তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.