ঝালদার কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দুর অকাল মৃত্যু। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঝালদা ১ নম্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বয়স হয়েছিল ৪২ বছর। হাসপাতাল সূত্রে প্রাথমিক ভা২বে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পূর্ণিমা কান্দু ছিলেন রাজনৈতিকভাবে সক্রিয়। তাঁর স্বামী, কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু, ২০২২ সালে খুন হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে ঝালদা পুরসভায় রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হতে থাকে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে, গত বছর পূর্ণিমা উপ প্রধানের পদ থেকে ইস্তফা দেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণে কংগ্রেস তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায়।
পূর্ণিমার মৃত্যুর পর রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পূর্ণিমা কান্দুর মৃত্যুতে কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সহ স্থানীয় নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো জানান, চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গিয়েছে মৃত অবস্থায় তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। ময়নাতদন্তের পর পরিষ্কার হবে মৃত্যুর কারণ কী।