লক্ষ্য বিধানসভা নির্বাচন, ত্রিপুরায় স্থায়ী দলীয় কার্যালয় গড়ল তৃণমূল

ত্রিপুরা বিধানসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারি মাসে। সে কথা মাথায় রেখেই ত্রিপুরায় স্থায়ী কার্যালয় খুলল তৃণমূল। সোমবার আগরতলায় উদ্বোধন হল ত্রিপুরা প্রদেশ তৃণমূলের নতুন অফিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ রাজ্যের পূর্তমন্ত্রী মলয় ঘটক, দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ ও ত্রিপুরা তৃণমূলের সভাপতি সুবল ভৌমিক-সহ অনেকে।

এ রাজ্যে তৃতীয় বার ক্ষমতা দখলের পরেই উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির দিকে নজর তৃণমূলের। সেই পর্যায়ে ত্রিপুরার পুর নির্বাচনের পাশাপাশি, সদ্য চারটি বিধানসভার উপনির্বাচনেও অংশ নিয়েছে তাঁরা। ফল আশাপ্রদ না হলেও হতাশ নয় দল তা আগেই জানিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়াই জোরদার করতে এ বার সেখানে পাকাপাকি কার্যালয় তৈরি হল তৃণমূলের।

আরও পড়ুন :

শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের সাংসদ-বিধায়কদের

আজই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা শুরু হবে

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক