মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বাজারে বাজারে হানা টাস্ক ফোর্সের

যুদ্ধ পরিস্থিতির অজুহাতে যেন কেউ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে না দেয়। কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এর ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসন নেমে পড়ে বাজারে। শুক্রবার কলকাতা সহ বিভিন্ন জেলার বাজারে গিয়ে নিত্যপণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকেরা। ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার মাঠে নামছে রাজ্য সরকারের মূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স। তারা শিয়ালদহ কোলে মার্কেট-সহ একাধিক পাইকারি মাছ ও আনাজ বাজারে গিয়ে দেখবে পাইকারি ও খুচরো দামের মধ্যে কতটা ফারাক রয়েছে। যদি কোনও অসঙ্গতি ধরা পড়ে, তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

মমতার নির্দেশ মতো শনিবারই বর্ধমানের বিভিন্ন বাজারে হানা দিল টাস্ক ফোর্স। রাজ্য সরকারের মতে, এই যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর যাতে কোনও অতিরিক্ত চাপ না পড়ে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক