টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরণ বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থও।
বৈঠকের ছবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডল থেকে প্রকাশ করে লেখা হয়, “শিল্পক্ষেত্রে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। টাটা সন্স এবং টাটা গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রীর বৈঠক ভবিষ্যতের শিল্প বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।”
তবে বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে মুখ্যমন্ত্রী বা চন্দ্রশেখরণ কেউই কোনও মন্তব্য করেননি।
চলতি বছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা কর্ণধারের ফোনে কথা হয়েছিল বলে নিজেই জানিয়েছিলেন মমতা। সে সময় মমতা বলেন, “টাটারা বাংলার জন্য অনেক কিছু করতে চায়।” সেই কথা অনুযায়ী, প্রায় চার মাস পর বাস্তবিক বৈঠক হল দু’জনের।
প্রসঙ্গত, টাটার সিঙ্গুর প্রকল্প ঘিরে জমি আন্দোলনের মাধ্যমেই রাজ্য রাজনীতিতে অন্যতম মোড় ঘুরিয়েছিলেন মমতা। যদিও তিনি একাধিকবার বলেছেন, টাটা গোষ্ঠীর বিরুদ্ধে তাঁর কোনও বিরোধ নেই। শিল্পে টাটা গোষ্ঠীর ভূমিকার প্রশংসাই করেছেন তিনি।
এই বৈঠক আবারও একবার রাজ্যে শিল্প সম্ভাবনা ও টাটা গোষ্ঠীর নতুন লগ্নির জল্পনা উসকে দিল।