নয়াদিল্লি: বিমার উপর পণ্য ও পরিষেবা কর বা জিএসটি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরীর।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে জীবন ও চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর থেকে ১৮ শতাংশ পণ্য ও পরিষেবা কর অপসারণের অনুরোধ করেছেন নীতিন গডকরী।
২৮ জুলাই তারিখের একটি চিঠিতে, গডকরী বলেছিলেন, “জীবন এবং চিকিৎসা বিমা প্রিমিয়ামের উপর জিএসটি এই ক্ষেত্রের ব্যবসায়ের বৃদ্ধিতে একটি প্রতিবন্ধকতা হিসাবে প্রমাণিত হচ্ছে। যা পরিবর্তন করা প্রয়োজন”।
সম্প্রতি মহারাষ্ট্রের নাগপুরের এলআইসি কর্মী সংগঠন এ বিষয়ে গডকরীর কাছে অভিযোগ জানিয়েছে। তাঁদের দাবি ছিল, এত বেশি অঙ্কের জিএসটি দিতে হচ্ছে বিমা ক্ষেত্রকে। যার ফলে এই ক্ষেত্রটি সংকুচিত হচ্ছে। এ বিষয়ে গডকরীর হস্তক্ষেপ দাবি করেছেন বিমাকর্মীরা। ঘটনাচক্রে গডকরী নাগপুরেরই সাংসদ। বিমা কর্মীদের সেই দাবিদাওয়া তিনি চিঠি লিখে তুলে ধরেছেন অর্থমন্ত্রীর কাছে।
অর্থমন্ত্রীকে তিনি চিঠিতে লেখেন, “জীবন বিমা প্রিমিয়ামের উপর জিএসটি ধার্য করা জীবনের অনিশ্চয়তার উপর কর ধার্য করার সমান। যে ব্যক্তি জীবনের অনিশ্চয়তার ঝুঁকি কভার করে পরিবারকে কিছু সুরক্ষা দিতে চান, তাঁর এই ঝুঁকির বিরুদ্ধে কভার কেনার জন্য প্রিমিয়ামের উপর কর আরোপ করা উচিত নয়।”