চাকরি হারানোর যন্ত্রণা, ক্যানিংয়ে আত্মহত্যার চেষ্টা শিক্ষিকার

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানোর পর প্রবল মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করলেন এক স্কুল শিক্ষিকা। জানা গিয়েছে, পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নেন ক্যানিংয়ের রায়বাঘিনি হাইস্কুলের ইতিহাস শিক্ষিকা রুম্পা সিং। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মেদিনীপুরের বাসিন্দা রুম্পা ক্যানিংয়ের নবপল্লি এলাকায় ভাড়া থাকতেন। ২০১৬ সালের এসএসসি প্যানেলে নিয়োগপ্রাপ্ত ছিলেন তিনি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই শুক্রবার সকালে তাঁকে অচৈতন্য অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়।

রুম্পার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি চাকরি হারানোর পর পাওনাদারদের চাপের কথা উল্লেখ করেছেন। তিনি তাঁর বাবা-মা ও প্রেমিকের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, “শূন্য থেকে শুরু করেছিলাম, সব শেষ হয়ে গেল।” পাওনাদারদের কারণে মানসিকভাবে বিধ্বস্ত হয়েই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে অভিযোগ। চিঠিতে কয়েকজনের নাম ও ফোন নম্বরও লিখে গেছেন তিনি।

বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রুম্পা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষামহলে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক