স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে এল বড় পরিবর্তন। বৃহস্পতিবার মাঝরাতে রাজ্য সরকারের গেজ়েট বিজ্ঞপ্তিতে প্রকাশিত হল নতুন পরীক্ষাবিধি। আগের চেয়ে জোর দেওয়া হয়েছে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা ও ক্লাস নেওয়ার দক্ষতার উপরে।
লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, যা আগে ছিল ৫৫। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর, যা আগে ছিল ৩৫। ইন্টারভিউয়ের জন্য সর্বোচ্চ নম্বর ১০, যা অপরিবর্তিত। শিক্ষকতার অভিজ্ঞতা ও লেকচার ডেমোস্ট্রেশনের জন্য বরাদ্দ থাকছে ১০ নম্বর করে। অর্থাৎ এই দুটি নতুন সংযোজন মিলিয়ে বরাদ্দ থাকছে ২০ নম্বর।
২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত নিয়োগের জন্য আবেদন জানানো যাবে। তফসিলি জাতি, উপজাতি ও ওবিসি প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
নিয়োগের ক্ষেত্রে তৈরি হবে মেধাতালিকা এবং অপেক্ষমান তালিকা। এই তালিকাগুলি কার্যকর থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর এক বছর পর্যন্ত। রাজ্য সরকারের অনুমতি নিয়ে মেয়াদ ছয় মাস বাড়ানো যাবে। প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর ওএমআর শিট সংরক্ষণ করতে হবে দু’বছর পর্যন্ত। তবে স্ক্যান কপি রাখতে হবে ১০ বছর পর্যন্ত।
উচ্চ প্রাথমিকের নিয়োগেও নতুন বিধি কার্যকর হবে। এই স্তরে টেট পাশ করা বাধ্যতামূলক। টেট নম্বরের ভিত্তিতে থাকবে সর্বোচ্চ ৪০ নম্বর। লিখিত পরীক্ষা হবে ২৫ নম্বরের। ইন্টারভিউয়ের জন্য থাকবে ১৫ নম্বর। অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার জন্য বরাদ্দ থাকবে ৫ নম্বর করে।
নতুন নিয়মে স্বচ্ছতা এবং দক্ষতার উপরে আরও গুরুত্ব দেওয়া হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।