কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মেটাতে প্রযুক্তিনির্ভর নতুন পদ্ধতি আনতে চলেছে নবান্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যেই এই বকেয়া মেটানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্যকে ছ’সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে এবং নির্দেশের চার সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে পদক্ষেপের অগ্রগতি জানাতে হবে।
এই প্রেক্ষিতে অর্থ দফতর ইতিমধ্যেই সব দফতর, স্কুল-কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থার কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়ে চিঠি পাঠিয়েছে। এবার সেই কাজ আরও দ্রুত এবং সুনির্দিষ্টভাবে সম্পন্ন করতে একটি বেসরকারি সংস্থার সাহায্যে বিশেষ প্রযুক্তি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে সরকারি কর্মচারীরা আইএফএমএস (ইন্টিগ্রেটেড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম) পোর্টালে গিয়ে ২০০৯ সালের ‘রোপা’ চালু হওয়ার পর থেকে তাঁদের কার্যকাল সম্পর্কিত তথ্য জমা দেবেন।
২০০৯ সালের জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত যাঁরা কর্মরত ছিলেন বা ওই সময়ের মধ্যে অবসর নিয়েছেন, তাঁদের সবাইকে এই তথ্য জানাতে হবে। এতে কোন কর্মচারীর কত বকেয়া ডিএ মেটাতে হবে, তা নির্ধারণ সহজ হবে।
অর্থ দফতরের এক আধিকারিক বলেন, ‘‘এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত এবং নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যাবে। এতে বকেয়া মেটানো সহজ হবে এবং সুপ্রিম কোর্টে নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতেও সুবিধা হবে।’’