শীত আর ফিরবে না, তবে গরমও সেভাবে পড়বে না!

কলকাতা: রাজ্যে শীতের বিদায় ঘনিয়ে আসছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝা এবং অসম-হরিয়ানার জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে শীত কার্যত উধাও।

আগামী দু’তিন দিন এই রকম মেঘলা আবহাওয়া থাকবে। সকালের দিকে কোথাও ছিটেফোঁটা হালকা বৃষ্টি হতেও পারে।শীত আর ফিরবে না। তবে গরমও পড়বে না। বসন্তের আবহাওয়া দেখা যাবে এখন থেকে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসছে, যার ফলে রাজ্যে শীত ফেরার সম্ভাবনা কম। মাসের প্রথম সপ্তাহের শেষে সামান্য পারদ নামতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি বঙ্গ থেকে শীত বিদায় নেবে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে