কলকাতা: ফিরল শীতের আমেজ। মাঝে কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিক বেড়ে গিয়েছিল। কলকাতা-সহ অন্যান্য জেলাতেও তাপমাত্রা ফের স্বাভাবিকের কাছাকাছি।
শুক্রবার থেকেই পারদ পতন শুরু হয়েছিল। ১৭ ডিগ্রি, ১৬ ডিগ্রির পর এ বার এক ধাক্কায় তাপমাত্রা ১৫-তে। শনিবারের তুলনায় আজ আরও পারদ পতন হয়েছে কলকাতায়। আগামী ৪৮ ঘণ্টায় আরও তাপমাত্রার নামার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার সকালে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের এটাই শীতলতম দিন। সকালের দিকে হালকা কুয়াশাও চাদরও দেখা গিয়েছে।
হাওয়া অফিস বলছে, বেলা বাড়লে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে। জেলাগুলির ক্ষেত্রে তাপমাত্রা অবশ্য কলকাতার তুলনায় আরও খানিকটা কম হবে। বিভিন্ন জায়গায় রাত বাড়লেই রাস্তার ধারে আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষজনকে। আপাতত রাজ্যের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে শীতের আমেজ ফিরলেও এখনই কলকাতায় জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় শীতভাব বজায় থাকবে।