সরস্বতী পুজোর আগে ফের পারদ নামবে রাজ্যে!

সরস্বতী পুজোর রাজ্যে তাপমাত্রা কিছুটা কমবে। ছবি: রাজীব বসু

কলকাতা: ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যে কনকনে ঠান্ডা কমে তাপমাত্রা ঊর্ধ্বমুখী। এখন রাজ্যের বিভিন্ন প্রান্তে কার্যত সেরকম ঠান্ডা লাগছে না। তবে সরস্বতী পুজোর (১৪ ফেব্রুয়ারি, ২০২৪) রাজ্যে তাপমাত্রা কিছুটা কমবে।

ফেব্রুয়ারি শুরু হতে না হতেই গায়েব শীত। চলতি মাসের শুরু থেকেই একাধিক রাজ্যে ঘন কুয়াশা আর বৃষ্টি হয়েছে। কনকনে ঠান্ডার জন্য অপেক্ষা করলেও বাস্তবে হয় ঠিক তার উলটো। ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে তাপমাত্রা। যা মাস শেষ হওয়ার সময় কার্যত হাসফাঁস পরিস্থিতি তৈরি করবে বলেই মনে করা হচ্ছে।

তবে, আগামী দু’দিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াম কমে যাবে। ধাপে-ধাপে কমে যাবে রাতের তাপমাত্রা। পরবর্তী তিনদিনে আবার রাতের তাপমাত্রার হেরফের হবে না। আগামী দু-তিন দিন সকালে কুয়াশার দাপট থাকবে।

আবহবিদদের মতে, আগামী ১১ তারিখ পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একইরকম আবহাওয়া থাকবে। শুধুমাত্র বৃহস্পতিবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে