ঝড়-বৃষ্টি কাটিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবার শুকনো আবহাওয়া ফিরতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ১৯ ডিগ্রিতে।
উত্তরবঙ্গেও মূলত শুকনো আবহাওয়া থাকবে। তবে দার্জিলিং ও কালিম্পঙের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙের কয়েকটি উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।