Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
গুরগাঁওয়ে বাবার হাতে খুন টেনিস খেলোয়াড় রাধিকা যাদব, তদন্তে উঠে এল চমকে দেওয়া আর্থিক তথ্য - NewsOnly24

গুরগাঁওয়ে বাবার হাতে খুন টেনিস খেলোয়াড় রাধিকা যাদব, তদন্তে উঠে এল চমকে দেওয়া আর্থিক তথ্য

গুরগাঁওয়ের সুশান্ত লোক এলাকার একটি অভিজাত আবাসনে ২৫ বছরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে নিজের বাবাই গুলি করে হত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতেই রান্না করার সময় পিঠে তিনটি গুলি লাগে রাধিকার। ঘটনায় অভিযুক্ত বাবা দীপক যাদব (৪৯) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং খুনের কথা স্বীকার করেছেন তিনি।

তদন্তে উঠে এসেছে, দীপকের মাসিক আয় ১৫ থেকে ১৭ লক্ষ টাকা। গুরগাঁওয়ে রয়েছে একাধিক ভাড়া দেওয়া সম্পত্তি এবং একটি বিলাসবহুল ফার্মহাউস। ওয়াজিরাবাদ গ্রামের এক পরিচিত ব্যক্তি সংবাদ মাধ্যমকে জানান, “দীপকের বহু সম্পত্তি রয়েছে। তিনি ধনী এবং তাঁর লাইসেন্সপ্রাপ্ত .৩২ ক্যালিবার রিভলভারও ছিল। সাধারণ কারও পক্ষে এমন অস্ত্রের লাইসেন্স পাওয়া সহজ নয়।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপক কন্যার আর্থিক স্বাধীনতা, ইনস্টাগ্রাম রিল এবং একটি মিউজিক ভিডিওতে অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন। বারবার মেয়ে রাধিকাকে তার টেনিস অ্যাকাডেমি বন্ধ করার কথা বলতেন। তবে এই অভিযোগ মানতে নারাজ দীপকের পরিচিত। তাঁর দাবি, “দীপক তার মেয়েকে খুব ভালবাসতেন। ২ লক্ষ টাকা মূল্যের টেনিস র‌্যাকেট কিনে দিয়েছিলেন। নিজেই মেয়েকে প্রশিক্ষণ দেন। খুনের কারণ হয়তো ব্যক্তিগত, টেনিস নয়।”

রাধিকার টেনিস প্রশিক্ষণ কেন্দ্রটি গুরগাঁওয়ের সেক্টর ৫৭-তে অবস্থিত। সেখান থেকেই তাঁর পরিচিতি ও স্বনির্ভরতা বৃদ্ধি পায়, যা দীপকের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে পুলিশের অনুমান। রাধিকা তার বাবা-মায়ের সঙ্গে একই বাড়ির প্রথম তলায় থাকতেন। তার কাকা কুলদীপ যাদব নিচতলায় পরিবারের সঙ্গে থাকেন। গুলির শব্দ পেয়ে তিনি দৌড়ে এসে রাধিকাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পাশের একটি ঘরে পাওয়া যায় রিভলভারটি।

তৎক্ষণাৎ রাধিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Related posts

আইপ্যাক কাণ্ডে তৃণমূলের মামলা নিষ্পত্তি, ইডির মামলা স্থগিত কলকাতা হাইকোর্টে

এসআইআর নির্দেশিকা নিয়ে চরম বিভ্রান্তি, ফরাক্কায় প্রায় ২০০ বিএলওর গণইস্তফা

এসআইআর শুনানিতে হাজিরা দিলেন দেব, বৃদ্ধ-অসুস্থদের জন্য মানবিকতার আর্জি সাংসদের