ইমরান খানের গ্রেফতারি ঘিরে বেলাগাম পরিস্থিতি পাকিস্তানে

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারের দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ তাঁর সমর্থকদের। হিংসাত্মক আকার নেয় বিক্ষোভ। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দফতর এবং লাহৌরে কর্পস কমান্ডারের বাসভবনে হামলা চালানোর অভিযোগ।

বিভিন্ন মিডিয়া রিপোর্টে প্রকাশ, ইমরানের গ্রেফতারি ঘিরে অশান্তির জেরে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইসলামাবাদ, করাচি, লাহৌরে ইমরান-সমর্থকদের হামলা, অন্তত ৬০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে শোনা যাচ্ছে।

সবমিলিয়ে বেলাগাম পরিস্থিতি পাকিস্তানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তান জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এমনটাও শোনা যাচ্ছে, পাকিস্তানে সামরিক আইন কার্যকরের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার ইসলামাবাদের একটি আদালতে প্রবেশ করার মুখে পাকিস্তানি রেঞ্জারদের হাতে গ্রেফতার হন ইমরান খান। তাঁরগ্রেফতারির পরই অশান্তির আগুন ছড়িয়ে পড়ে পাকিস্তানে। বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাতে পথে নামেন পিটিআই সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষ হয়।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন